Friday 26 August 2016

নিঃসঙ্গতাপ্রিয় কোরাস

নিঃসঙ্গতাপ্রিয় কোরাস
- ইমেল নাঈম

পিছুটান ভুলে আগানো শিখি। প্রলেপে ঢাকা দেহ। ভ্রান্তি ঢেকে দেয় গত গ্রীষ্মের আলাপন। হৈহৈ করে ঢুকছে বেয়াড়া বাতাস। আগুনের আঁচটুকু মিলিয়ে যায় অষ্টপ্রহরে। আলোকিত আঁধারের সামনে চুপ করে বসে থাকি, গাণিতিক হিসেবে যত ভুল আয়োজন। আমাকে কুঁড়ে খায় অন্য কোনো দৃষ্টি। অদৃষ্টের নির্বাসন রেখেছে লিখে অচেনা এক ছায়া।

কর্কশ ধ্বনি কানে আসে। আর তার সমান্তরালে ভাসতে থাকে প্রতিবিম্ব। জনশ্রুতি আছে, প্রেমে পড়লে প্রেমিকের মৃত্যু হয়। আমি পুনর্জন্মে বিশ্বাসী, অথচ চোখ মেলে দেখি না অমোঘ সত্য। ভ্রান্তি পুষে রাখি আত্মপ্রবঞ্চনায়। আমাকে ছিঁড়ে ফেলে নিঃসঙ্গতাপ্রিয় পলেস্তারা খসা দেয়াল।

ওখানে মিথ্যে একটা প্রহসন থাকে
নিজের ভিতরেও অপরাধবোধ
হালখাতায় নবায়ন হয় পরাজয়ের...
কিছু পরাজয়ের অংক এতোটাই সুস্পষ্ট। চাইলেই হাতে ধরে দেখা যায় না। মায়াহীনতায় মরে যাওয়া কোনো এক বৃক্ষের গল্প শোনো। আমাদের সব জ্যোতিষ বিবরণীকে মিথ্যে করে এখনো হাসছে।

বিলাসীতা প্রিয় ছুটির দিনের মায়ায় ক্লান্তি নামে। গুমোট ধরা উষ্ণতা, আমাকে তারিয়ে তারিয়ে দেখছে। গুলতির নিশানা ভুলে গেছে, উড়তে থাকা ফানুস, রাত কে আলোকিত করে। চারপাশে আলোর মেলা। আমিই শুধু পরে থাকি নিঃসীম অন্ধকারে। কেউ জানেনা, পুড়ে যাওয়া স্মৃতিস্তম্ভে খেলাঘরের শেষ দান। সবাই জানে শেষটুকু, জানেনা সময়ের হিসাব।

Nothing can be changed. somebody says to believe in the miracles. But no one knows when, how, which time it has happened ... solitude people doesn't need it, they are buring and burned.

No comments:

Post a Comment