Tuesday 16 August 2016

নবুরিহো কুরুসাকি

iনবুরিহো কুরুসাকি
- ইমেল নাঈম

রয়ে যায় আর্তনাদের ভাষা, অকুণ্ঠ সমর্থনে
মুহুর্মুহু হাতেতালি, বারবার আঘাত হানে
দক্ষিণের দরজায়, দুর্গন্ধ ছড়াচ্ছে ক্রমশঃ
দূরের শহর - ওই শহরে সবাই অতিথি
দায় নেই, বন্ধ দরজা ঢাকা কালো কাপড়ে

নিথর দেহ, প্রাণহীন স্পন্দন, কঠিন বাস্তব
দাঁড় করিয়ে দেয় অচেনা ভূমি, পরাজয়ের
নামতা গুনতে বসে হারিয়ে ফেলেছি বিজয় মিছিল
হন্তারক পালিয়ে যায় পুনরায় ফিরবে বলে
জিঘাংসার বিজ্ঞাপনে দুলছে পুরো মানচিত্র।

একটা রক্তস্নাত সন্ধ্যা, হামাগুড়ি দিয়ে জানায়
চলে যাওয়া মানুষগুলো আমাদের অপরিচিত
ঘুম ভাঙতে দেখি কর্কশ শ্লোগানে মুখরিত
বন্ধ্যাপথে ফলন নেই, অকর্ষিত জমিতে আগাছা।

এই শহরে নিষিদ্ধ হচ্ছে সৃষ্টির আয়োজন
কাফেলার সাথে চলে গেছে প্রতারক চোখেরা
ক্রুসেডের কল্যাণে ঘড়ি ছুটছে উলটো পথে
রাজনীতিবিদ খেলছেন দাবা ক্ষমতার অংকে

নিবুরিহো কুরুসাকি চলে গেছেন প্রাণাঘাতে
ষোলোকোটি মুখ সুরেলা কণ্ঠে পাঠ করছেনঃ
তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার...

No comments:

Post a Comment