Friday 5 August 2016

তুমি, রকস্টার আর মেঘবৃষ্টি

তুমি, রকস্টার আর মেঘবৃষ্টি
-ইমেল নাঈম

দূরত্ব বাড়ছে প্রতিটি নিঃশ্বাসের। থেমে যাওয়া প্রতিবিম্ব
রেখা টানতে গিয়ে ক্লান্ত হয়ে ফিরছে অভিমান ভেঙে
উপচে পড়া ভিড়, ক্লান্ত হয়ে আমরা ফিরি পিছনের
পথে- কাদাজল, এক পশলা বৃষ্টি, ভ্যাপসা গরমের
বিনিময়ে শুধু তোমার চলে যাওয়াই দেখছি কিছুক্ষণ।

অভিমান ভাঙার কোনো গান হয় না, দূরের পানশালা
আমার মতো একাকীত্ব ফেরি করে ফিরে প্রতি সন্ধ্যায়
আমি এখনো বৃষ্টিতে ভিজি, প্রতি ফোটা বিন্দু কণা
জানিয়ে দেয় আনন্দের বিউগল সবার জন্য নয়
কিছুটা মুহূর্ত আমার কাছে ফিরে আসে অচেনা হয়ে।

দুঃখ বিলাসী গান গাইতো পরিচিত এক রকস্টার
সুরেলা গলায় সেও লিখে রাখতো তার প্রেমিকার নাম
বৃষ্টি এলে আমি তার একমাত্র স্রোতা বনে যেতাম
একদিন রাস্তায় দৌড়ে বেড়ানো কুকুর দেখিয়ে
বললাম তার জন্য গাওয়া হোক নতুন একটি গান
বিনিময়ে অবাক দৃষ্টিপাত ছাড়া অন্যকিছু আসতো না।

দুঃখের বিনির্মাণ হলে বৃষ্টিপাতের দরকার হয় না
সারা বছর সিনেমার বিচ্ছেদ দৃশ্য ভাসতে থাকে
বছর পেরুলে ভুলে যাই সেই দৃশ্যপট, মাঝে অবিরাম
মেঘবৃষ্টি হলে সামনে আসো তুমি বা সেই রকস্টার।

No comments:

Post a Comment