Thursday 4 August 2016

ভাঙাগড়া খেলা

ভাঙাগড়া খেলা
- ইমেল নাঈম

সমসাময়িক আলাপনে কেটে যায় প্রহেলিকা সময়
কঠিন সময়ের হাত ধরে আগাচ্ছিল কিশোর মন
চুপচাপ সময়ের অগোচরে জন্মে কিছু অভিমান
অবহেলায় পেরিয়ে যায় প্রান্তিক সুখের ব্যবচ্ছেদ।

আদরের ইকেবানাতে রয়ে যায় সুর আর সৃষ্টি
জীবাশ্ম মুছে যায় মাটির প্রলেপে, প্রত্নতাত্ত্বিক স্বপ্ন
মাথাচাড়া দিয়ে ওঠে গভীর ক্ষত। ঠিক পিছনপথে
অবহেলায় উড়ে যায় অনাকাঙ্ক্ষিত পরিযায়ী সুখ

অনাবৃষ্টি রেখে দেয় দৌড়ে চলা সময়ের বনবাদাড়
পাহাড়ী পথ টেনে নেয় দূরের এবড়োখেবড়ো পথ
গাড়ীর জানালায় অবিরাম নাচছে বৃষ্টির বিন্দু জল
থেমে যাই পথের কোনো বাঁকে, তাকালেই দেখি
প্রকৃতির নৈঃশব্দ্য পুনরপি। প্রতিশব্দ'র ভাষা নেই...

মুহূর্ত ধরে রাখে আমাদের অনেকগুলো আঙুল
ফিরে আসা সময়ের গল্পগুচ্ছরা অসহায় খুব
প্রতীক্ষার অন্তরালে কিছু রক্তক্ষরণ সোভাবর্ধন
শিল্পে বনসাইয়ের মতো শরীরে লেগে থাকে,

ক্ষরণের বিনির্মাণ দেখতে দেখতে পরিমাপ করি
বিগত বছরের মলিন বইয়ের মোড়কে লেখা
অনেক গল্পের হিসাব নিকাশ আজও রয়ে গেছে
অবহেলায় শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি
আপন মনে খেলে যাচ্ছে নতুন ভাঙাগড়ার খেলা।

No comments:

Post a Comment