Friday 12 August 2016

মারিয়া রিভোলি

মারিয়া রিভোলি
ইমেল নাঈম

সাধারণত ব্যবসায়ী চোখে স্বপ্ন ভাসে না একদম
দুঃস্বপ্ন কখনো আঘাত হানেনি তাদের করিডোরে
যোগ অংকের পারদর্শী, লাভের গণিতে ভালো
সভ্যতার দ্বারপ্রান্তে গুটিসুটি পায়ে এগুই আমরা
ধীরগতির পথচলায় অলিখিত একরাশ অনুরণন।

বন্ধুত্বের হাত বাড়িয়েছিলো লাল সবুজ, বিনিময়ে
কি পেলে সেই হিসাব কখনো করতে বসো না
বাণিজ্যের আড়ালে যেই ভালবাসা লিখেছিলে
তাকে অবচেতনে আড়াল করতে পারেনি মানুষ।

প্রতিদানে ভালবাসা পেলে তার চেয়েও বেশি
অপেক্ষমাণ বিস্ময়কে অস্বীকার করতে পারোনি
সন্ধ্যার শেষে মুসল্লির দল পূণ্যের খোঁজে ব্যস্ত
অন্যদিকে ধর্ম প্রতিষ্ঠাকল্পে অন্যায্য মানব হত্যা

ধর্ম প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা যায়েয করলো
নরপিশাচের দল, নির্বিচারে গুলি ঝরলো সেদিন
লুটিয়ে পড়লো মুহূর্তে অনেকগুলো দেহাবশেষ,
চামড়া আর ধর্ম দেখে মারা হলো সবাইকে।

মারিয়া রিভোলি, আপনি বুঝি অবাক হন নি
এই বাংলাদেশ দেখে, নাকি তার সুযোগই পাননি।
আমি সাধারণ চোখে ঈশ্বরের লভ্যাংশ খুঁজছি...

No comments:

Post a Comment