Monday 29 August 2016

মুখোশের বিজ্ঞাপন

মুখোশের বিজ্ঞাপন
— ইমেল নাঈম

মুখোশের বিজ্ঞাপনে হারিয়ে ফেলেছো মুখ
আয়নাকে করেছো এতোটাই প্রশিক্ষিত
প্রতিবিম্বে ভাসছে সফল এক মূকাভিনেতা।

রাতের আলো নিভলে নিজেকেই চিনিনা
লোভনীয় প্রস্তাবের ঘুটি চালান দিলে
মুখোশের সংখ্যা বেড়ে যায় — আটকে যায়
ইঁদুর দৌড়ে বারবার জানান দিতে গিয়ে।

কড়া পানীয়জলের অট্টহাসি ঢাকে পূর্ণিমা
সন্দেহের বাতাবরণে বখে যায় অষ্টাদশী রাত
প্রহসনে কাঁদে যে স্বপ্ন তাকে মাতাল করো
নেশার স্তূপে, ডুবিয়ে দাও চিরতরে —

ছুটে চলে ফোর হুইলার। মুখোশের বিজ্ঞাপন
শুধু মুখোশই খোঁজে। রাতের আলেয়ায়
নিজেকে নগ্ন করা যায়, সামাজিক বেশ্যারা
সব দেখে কালো লোভনীয় চশমা পরে
এভাবে মিলে যায় চাকচিক্য জীবনের স্বাদ।

রাত বাড়লেই সকাল, অসামাজিক মুখোশ
সামাজিক হয়, কেউ জানেনা গল্পগুচ্ছ।
এসবের ভিড়ে প্রতিরাতে এক মাতাল
হেড়ে গলায়  মা মাসি তুলে গাল দিচ্ছে
তাকে কেউ থামাও, নিস্তেজ হোক কণ্ঠস্বর...

No comments:

Post a Comment