Wednesday 31 August 2016

নাবিক চোখ

নাবিক চোখ
 — ইমেল নাঈম

থামতে থামতে একটা পালক রেখে দাও
মায়াজাল ছিঁড়ে ফেলেছি অনেককাল
ভ্রান্ত জীবনের হাঁসফাঁস, ডেকে তোলে
শামুক জীবনের ইতিবৃত্ত,

এক মুঠো শস্যদানা, মুঠোয় ধরে রাখো
বাঁধা নেই, পাবার ইচ্ছেও হারিয়ে ফেলেছি
চেপে রেখেছো দাঁত, আঘাতে জর্জরিত
কয়েক জীবনের ঘুমন্ত শরৎকাল।

শঙ্খ কোথাও হয়তো বাজে, থেমে যায়
জীবনের নিনাদ... ঐকতানে জোয়ারভাটা
খেলতে খেলতে ঘুমিয়ে পড়ছে শিশু।
আকাশ আঁকতে বসে উদাসী এক কবি
এঁকে নিলো বিরহী পোট্রেট,

মেঘ ধরে রেখে ঝুম বৃষ্টি নামে,ভেসে আসে
অন্যরকম শরতাকাশ, উদ্বেলে নাচতে
শেখা ময়ূরটিও চুপচাপ শান্ত হয়...
আমি খুঁজি জীবনের পোট্রেট, যেখানে
ভুল সব চিত্রপটের ভিড়ে হারিয়ে গেছো...

ভাসমান আবছা দাগগুলোকে তুমি
ভেবে বারবার ভুল করি, আয়না দেখলে
বুঝতে পারি অকালে বৃদ্ধ নাবিক চোখকে — 
শুধুই আমাকে দেখে করুণ দৃষ্টি দিয়ে।

No comments:

Post a Comment