Thursday 18 August 2016

সেলাইঘর

সেলাইঘর
- ইমেল নাঈম

দর্জি রিপু করে দেয় শরীরের সমস্ত ক্ষত।
ব্যান্ডেজে চুইয়ে শুধু রক্তক্ষরণ; তবুও
বাকহীন স্বাধীনতায় ওড়াচ্ছি কবুতর।

উড়তে থাকে জাতীয়তাবাদী পতাকা
শ্লোগানে মুখরিত চারপাশে অলক্ষ্যে
ঝরে গেলো আঁচল! ছড়ালো রক্তকণা

নাম বদলায়, গল্পের চরিত্র নয়
সময়ের সুমিষ্ট  মেডিসিন গিলতেই
ঘুমিয়ে পড়ছি প্রতি মুহূর্তে,
জেগে উঠছি ক্ষতবিক্ষত শরীরের
নিথর প্রতিবাদে, ঘুমিয়েও পড়ছি আবার।

আমরা ঘুমোলে তারা দেখতে আসে,
অত:পর ফিরেও যায় অচেনা বন্দরে
ওদিকে দর্শনার্থী বাড়ছে ক্রমাগত
সেইসাথে ঘুরছে সেলাইঘরের মেশিন।

No comments:

Post a Comment