Friday 5 August 2016

পথিকের গল্প

পথিকের গল্প
- ইমেল নাঈম

মজা পুকুরে জমে থাকা শ্যাওলাদের প্রচারণা
শেষে থামে শূন্যতার আবেদন। একটি দাগ
অজস্র স্পন্দন নিয়ে আসে অচেনা শহরে।
বাড়াবাড়ি নেই, মৌন জীবনজুড়ে বেঁচে থাকে
কিছু রঙবেরঙের ক্ষত'র প্রলাপ।

আবেশের মতো ক্ষণস্থায়ী, উষ্ণতার সান্নিধ্য
পেলে যেটুকু আকর্ষণ জন্মে, তাও মিলায়
দূরতম কোনো প্রণয়ের হাতছানিতে।
মিথ্যে গল্পের পিছনে জীবনের উপকরণ,
আমি নিত্য সাঁতার কাটি নামহীন গন্তব্যে।

অসময়ে আটকে যায় দেয়াল ঘড়ির কাঁটা
হোঁচট খেতে খেতে ক্লান্ত হয়ে ফিরছি,
পথিক নই... পথ মাপি নি যাত্রাপথের
গন্তব্য খুঁজে পেলে নতুন পথের হাতছানি

ছুটে চলা আমাদের জীবনের অলিখিত গল্প।
গন্তব্য বলে কোনো শব্দ নেই অভিধানে
কাঁটার আঘাতে শুশ্রূষাহীন পথ বাড়াতে হয়
তপ্ত গরমে নির্বাক মরীচিকা জমাট বাঁধে
রক্তকণিকায়, তবুও থামতে নেই পথিকের।

No comments:

Post a Comment