Saturday 13 August 2016

মকোতো ওকামুরা ও তার সহযাত্রীরা

মকোতো ওকামুরা ও তার সহযাত্রীরা
ইমেল নাঈম

নির্মানশিল্পের ভারিক্কী ভারিক্কী যন্ত্রপাতি - সবটাই তোমার চেনা
অংকের মাপে কঠিন হিসেবগুলো পুরোটাই রেখেছো গোপনে
শুনেছি ইস্পাত হৃদয়ের মানুষরা সহজেই হাসতে জানে না
তারা কাজের হিসেবটুকু বুঝে নিয়ে পালিয়ে যায় নিজ দেশে।

ঘড়ির কাটা ব্যস্ত রাখে প্রাত্যহিক জীবনযাপন, পিঁপড়ে শ্রমে
গড়ে তুলছো অচেনা নগরীতে বিশালাকৃতির অট্টালিকা,
কর্মসূত্রে অথবা বন্ধুত্বের অছিলায় সখ্য গড়ে ওঠে দশের
হিসেবটুকু বদলে যায় কোনো এক ব্ল্যাক ইভনিং এর গল্পে

দিনটি বদলে যেতে পারে। এমনটি দেখো নি আগে কখনো,
ভেসে যাওয়া স্বদেশী বন্ধুদের মৃতদেহ, নিজের তীর্থ গমণ
অন্যান্য মানুষের অসহায় আত্মসমর্পণ, অন্যদের পাশবিক
চরিত্রায়ন দেখে ক্লান্ত হতে হয় নি, বিচারহীনতার দেশে
আমরাও মেনে নিয়েছিলাম সংখ্যালঘুদের লাশ, ভিন্ন মতের
শরীরের ছুঁয়ে যাওয়া রক্তের উত্তপ্ত প্লাবনে সবাই চুপ ছিলাম।

জুলাইয়ের ব্ল্যাক ফ্রাইডে শেষে দেয়াল ছুঁয়েছে পিঠ, আমাদের
ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু ঠিক সেদিন থেকে, নড়েচড়ে ওঠা
রাষ্ট্রীয় ঈশ্বর, রক্তের নহরে যার পা'কে স্পর্শ করে নি এতকাল
তারা আড়মোড়া ভাঙতেই বুঝতে পারলেন, ক্ষতবিক্ষত দেশ,

তার শরীর জুড়ে বয়ে যাচ্ছে রক্তধারা, তার চিকিৎসাতেই
ব্যস্ত সময় কাটছে আমাদের সবার, এখনো চাপাতির
মিছিলের খবর আসে, সুযোগের অপেক্ষায় অন্ধ সেবক...
ভুল ব্যাখ্যায় ধর্ম পালন, আর্থিক ঈশ্বরের কাছে লুটোচ্ছে
যে প্রাণ, তার বিপক্ষে জিহাদের খবর ছাপা হয় পত্রিকায়।

ঘুরে যাওয়া মন্ত্র জানি, বহুদিন পর চোখ খুলে দেখতেয়
পাবো অন্যরকম এক সকালের গল্প, শুধু দেখবে না
মকোতো ওকামুরা ও হলি আর্টিজানের তার সহযাত্রীরা।

No comments:

Post a Comment