Friday 12 May 2017

মৃত্যুর পরোয়ানা

মৃত্যুর পরোয়ানা
ইমেল নাঈম

চোখ বেঁধোনা, আমিও মাতাহারির মতো
মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে তোমার দিকে ছুঁড়বো ফ্লাইং কিস
তোমার ছোঁড়া বুলেট আমাকে আহত করে যাবে

মৃত্যু তো লিখে রেখেছিলো তোমার ওই নীল চোখ।
প্রস্থান সুনিশ্চিত জেনেও অট্টহাসিতে মাতবো
দেখবো সেই হাসির অনুরণন কতটা কাঁপায় বুক

সংসার জীবন অতীত হলেও পুতুল খেলায় টিকে
বর্ণাঢ্য জীবন, ধনাঢ্য জীবন থেকে সার্কাসের দলে
মুক্তো খচিত বক্ষবন্ধনীর যুদ্ধের কলাকৌশলে বাঁচে

প্রিয়তমা চোখ বেঁধোনা, মৃত্যু সমনজারি হলেও
প্রেমিকদের পৃথিবী দেখতে হয়, আনন্দ উপভোগ
করে সামনের দিকে এগুতে হয়। মৃত্যুর মুখোমুখি
দাঁড়ালেও পৃথিবী অনেক সুন্দর, প্রেমিক চোখ
জানে মৃত্যু পরোয়ানা লোকদেখানো প্রলাপ কেবল।

প্রিয়তমা, কিংকর্তব্যবিমূঢ় নীরবতা ভাঙুক অবশেষে
মুক্ত চোখে সুন্দর দেখে প্রস্থান লিখা আনন্দের।

প্রকাশকালঃ ২৯ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment