Saturday 13 May 2017

জ্যামিতিবিদ

জ্যামিতিবিদ
ইমেল নাঈম

কম্পাসজুড়ে লাল নীল বৃত্ত, কুয়াশার গভীরতায়
বুজে আসে চোখ, পথ আঁকতে গিয়ে এঁকে ফেলি
ট্রাপিজিয়াম, জ্যামিতীয় ভাষার কিছু নকশাকে
কাঁটাছেঁড়া করতে গিয়ে জন্ম দিচ্ছি কবিতাদের।

আজও প্রবাহিত নীল নদ তার গভীরতা নিয়ে
অদৃশ্যমান সুতো বেঁধে দিয়েছে হাত আর পা,
দৌড়তে পারিনা সামনে, পিছনের পথ অচেনা
জীবনকে তিনপাতার উপন্যাসের আদলে মমিবন্ধী
করেছে সময়, ছোটোখাটো ভুল আর অবিশ্বাস।

ক্যাফেটেরিয়ায় কফি খেতে বসলে অচেনা দুচোখ
আমকে অনুসরণ করে, পাখিদের ভাষাকে রপ্ত
করতে হলে পাড়ি দিতে হতেও পারে সুদূর ব্রাজিল
কফির স্বাদ মিটে গেলে হারিয়ে যায় চোখ দুটো

পুরো দৃশ্যকে জাদুকরের ইল্যিউশন মনে হয়
মনেমনে আওড়াই, অহেতুক অনুসরণ করোনা
অচেনা বেশে। আমিও পলাতক মরুর দেশে।
সীলগালা করে দিয়েছি বুকের বাম ক্ষতকে
ওখানে কোনো স্থাপনা নেই, আছে প্রত্নতাত্ত্বিক
আবরণ, যেগুলোকে ভুলবশত ফেলে গেছে কেউ

বালুতে বৃত্ত আকি, মাঝে ব্যাস, সামনে নীলনদ।
প্রবাহিত ঢেউ জানে জ্যামিতিবিদের যত ভুল।

প্রকাশকালঃ ৩০ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment