Sunday 21 May 2017

রাত

রাত
– ইমেল নাঈম

মধ্যরাত। নীরবতার পাঠ শেষ করে ক্লান্ত। জীবনের উচ্ছ্বাসগুলো ছুটি নিয়েছে। শৈশবের রাজ্যে এখন নেই কোনো মঙ্গল শোভাযাত্রা। বয়সের সাথে বদলেছে অংক। ভুলের মাশুল টানতে টানতে চুপ হয়ে গেছে কথা। কলতান থামলে বুঝতে পারি থমকে আছে সুন্দরের আহ্বান। সঙ্গীতের সুর ভেসে যায় দূরবর্তী মাস্তুলের কাছে। তার কাছে ঋণ নেই। অনেক শব্দ আটকে গেছে গলায়। প্রকাশের সুযোগ নেই বলে মৌন হয়ে ফিরছি রাতের কাছে।

রাত লিখে রাখে তোমাকে ভেবে লেখা কবিতাগুলো। প্রাপক নেই, ডায়রির পাতা ভরে যায় ব্যক্তিগত অহংকারে। মনেপ্রাণে চাইছি কিছু শব্দ নীরবতার ভাষায় কথা বলুক, কিছু স্পর্শ ভুলে যাক মন খারাপের কবিতায়। সীমানার শেষ রেখা টানতে গিয়ে থেমে গেছে আমাদের আনন্দধ্বনি। রাত বাড়া মানেই সকালের কাছে আসা নয়। আলোয় আলোকিত হলেও সকাল হয়না। এখানে রাত থেমে গেছে, গল্পের চরিত্রগুলো পালটেছে, স্ক্রিপ্ট পালটায় নি একদমই।

ইউটার্ন শব্দটার কাছেও আবেদন থাকে। ফিরে যাবার অনন্য প্রয়াস। ঝিনুক জীবনেও থাকে বিলুপ্ত হবার ভয়। এরমাঝে আহ্বান, সতর্কবার্তা থাকে। নিজের কানকে শুনিয়ে বলি, ইমেল সাবধানে পা বাড়াও। নিহত হবার চেয়ে, আহত হতে শেখো। বিশ্বাস করো নিজেকে, সেভাবেই পা বাড়াও ভুলের দিকে। শুদ্ধতা দিবে মহাকাল – এমন ভাবনায় আটকে ফেলোনা নিজেকে। পথ বাড়াতে থাকো, সকালের রোদ ছুঁয়ে দেখবে তোমার পা।

ইমেল মনে রেখো, একটা সুন্দর ভোর দেখার জন্য অজস্র ইমসোমনিয়াক রাতও উপভোগ্য। 

প্রকাশকালঃ ৭ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment