Saturday 20 May 2017

সময়

সময়
ইমেল নাঈম


একই বৃত্তগামী হয়ে ফিরছি, পথ জানা নেই
কোথায় বাধা জীবনের অভিলাষ? ছুঁয়ে যায়
নানা রঙের মারপ্যাঁচ। জীবনের অর্থ খুঁজতে
বসে হারিয়ে ফেলেছি আর্টপেপার, রঙপেন্সিল।

বাঁধা নেই। আকাশ চিনেছে ঘুড়ি। অষ্টাদশী
মনের অচেনা রঙের ফাঁড়া। পুরনো ঠিকানায়
ফেরে নামঠিকানা বিহীন চিঠি। কবিতার ভিড়ে
কিছু শব্দ ভার্চুয়ালি আটকে যায় ইন্দ্রজালে।

ফিরিয়ে দিয়েছি সংগ্রহশালায় যা কিছু গচ্ছিত।
অনুভূতিকে ঘুম পাড়িয়ে দিলাম শীতল ঘরে,
আতরদানি, গোলাপজল আর সুরেলা ধ্বনি
ফিরে আসে রঙবেরঙয়ের শব্দের কাছে।

এর বেশি ছদ্মবেশ নেই, গুহাচিত্রের মতো
আমিও খোঁদাই করে রাখি ফুল, পাখি
বদলাবার মন্ত্রে পড়েও বদলাইনি একটুও
অবাক হই অথচ অদ্ভুতুড়ে কিছুই ঘটেনি।

কারণ খুঁজতে বসে হারাচ্ছে অফুরন্ত সময়
আমিও বুড়ো হচ্ছি। মনটাকে আটকে দিয়েছি
কর্ণফুলীর তীরে, সাম্পান হয়ে ভাসছি জলে। 

প্রকাশকালঃ ৬ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment