Tuesday 23 May 2017

ধ্বংসস্তূপ

ধ্বংসস্তূপ
ইমেল নাঈম

গুমোট আবহাওয়া। ভেস্তে যায় সব আয়োজন
গাছের বিন্দু ঘাম মিশেছে মাটির পেলবতায়
পাতারা হলুদ হলেই খসে পড়ে শেকড় থেকে।

অক্সিজেনের চাষবাস দীর্ঘ অভ্যাস,মাটি শুষে
নেয় প্রয়োজনীয় জল খাবার। অসুস্থ বাতাস
প্রতিনিয়ত উষ্ণতা ছুঁড়ে ক্লান্ত। তাপমাত্রা বাড়ে,
সেইসাথে বাড়তে থাকে সবুজের থেকে দূরত্ব।

থমকে যায় যৌথ আবাসন। ক্রমাগত বাড়ছে
মুখ আর চোখ, সবুজ কমিয়ে গড়ছি আবাসন,
সহ্যসীমা পার হলে পৃথিবীও নেড়ে চড়ে ওঠে
আর মুহূর্তেই সীমারেখা এঁকে ফেলে সবকিছুর

এরপর অবশিষ্ট যা কিছু ধ্বংসস্তূপ, হাহাকার...

©ইমেল নাঈম

No comments:

Post a Comment