Sunday 7 May 2017

স্মৃতির মেঘপুঞ্জ

স্মৃতির মেঘপুঞ্জ 
— ইমেল নাঈম 

ঘুম ভাঙা মুহূর্তে কিছু দৃশ্য ভাসে অপলক। দৌড়ে যায় স্মৃতির মেঘপুঞ্জ। বৈশাখের খরতাপে এক ফোটা জল খোঁজে নগরীর পথ। পথিকের গল্প লিখে রাখে অন্ধ ভিক্ষুক। পাড়ার বেকার ছেলের দল ব্যস্ততায় আঁকছে নিখুঁত অবসর। এক কাপ চা আর সস্তাদরের নিকোটিন শলাকায় আটকে রাখে অবকাশকালীন মুহূর্ত। পুঞ্জিভূত কথাদের কাছে ফিরে যাই অথচ আমার ফেরার কথা ছিলো না। 

অভিমানের পরতে লেখা নামগুলো মুছে দিই। খড়িমাটি দিয়ে লিখে রাখি ভালবাসার নিষিদ্ধ ইশতেহার। ইনকিলাবি মন নিজের সাথে নিজের যুদ্ধ আয়োজনে ব্যস্ত। নিক্তি নেই, পরিমাপ করি বৈধতাটুকু। মুছে দিতে চাই স্লেটে লেখা প্রেম। মানা করার কেউ নেই। মোছার বদলে রেখে দিই ডাস্টার। নিজেকে অন্বেষণ করার পর্যাপ্ত সময় হাতে নেই, যতটুকু পাই সেটুকু পার হয় কবিতার খাতায়। 

আলসে সময়ের ভাজে নিরুপায় হয়ে ভাবতে থাকি কাল্পনিক সঞ্জীবনীকে। হারিয়ে ফেলেছি বিগত সময়ের এলিজি। সেমেটেরিতে বসে থাকি, ঝুলছেন ক্রুশবিদ্ধ জেসাস অসহায়, যাপিত জীবনের অভিযোগগুলোকে উড়িয়ে দিই শূন্যে। নিজের কাছে চাইবার কিছু নেই। না পাওয়াতে রটে অবজ্ঞাপূর্ণ ইঙ্গিত। পরাজিত গল্প বলে কোনো গল্প নেই। নিজেকে বারবার বলি, দুঃখক্রান্ত হয়ে ফিরে আসছে যে বাতাস তাকে আলিঙ্গন করো।

আপাদমস্তক ব্যর্থ মানুষের পরিভাষায় নতুন কোনো শব্দ নেই, হতাশাগুলোকে তারা মান অভিমানের প্রলেপে আটকে দেয় — এরপর ছুটতে থাকে স্বপ্নহীন পথে।

প্রকাশকালঃ ২৩ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment