Friday 19 May 2017

জীবন প্রবাহ

জীবন প্রবাহ
— ইমেল নাঈম

স্যাঁতস্যাঁতে প্রাচীর পেরিয়ে আলোর সাক্ষাত নেই
সন্দেহপ্রবণ ঋণে জর্জরিত উত্তরের জানালা
প্রান্তিক শহরে বন্ধ্যা, নেই আনন্দের বিজ্ঞাপন।

অলীক স্বপ্ন বাস্তবে রূপ দিতে গিয়ে ব্যর্থ প্রেমিক
পানামা পেপারস জুড়ে ধানি মরিচের প্রচারণাপত্র
গিলতে বসে ঝালে জিহ্বা পুড়ছে তৃতীয় বিশ্বের।

সোনালি ধানের মৌসুম। ধান মাড়াইয়ের কলও
নব্য প্রেমিক সেজে অভিমানের মেঘ বৃষ্টি নামায়
কালবোশেখি ঝড়ের রূপরেখা শোনাতে গিয়ে
স্মৃতি বিভ্রান্ত হয়ে ফিরছেন প্রবীণ ইতিহাসবেত্তা

শহুরে কবিরা বড্ড ছেলেমানুষ। তারা বুকে টানে
আমার ছুড়েও ফেলে, নোংরা শব্দের ডিস্টেম্পার
দেখে ধারণা করি — এতদিন কবিতার আদলে
অর্থহীন অজস্র শব্দের মালা গেঁথেছেন অকারণে।

আমি সৃষ্টি আর বাস্তবের সমন্বয় করতে বসি
আর নিজের অসহায় কানকে শুনিয়ে বলি,
দূরের বটগাছ তুমি আরেকটু নত হও... প্লিজ!

No comments:

Post a Comment