Monday 15 May 2017

পরিব্রাজক

পরিব্রাজক
ইমেল নাঈম

আদিখ্যেতা মুছে গেলে কিছু স্বপ্নের স্বেচ্ছামৃত্যু হয়,
ক্লান্তির ঘাম মুছতে মুছতে সামনে এসে দাঁড়ায়
নতুন কোনো উপলক্ষ। কারণ লাগেনা উদ্দেশ্যের…
কিছু মুখোশ অকারণে আঁকড়ে ধরে সামনের পথ।

বাধা নেই, দ্বিধা অনেক। গাছের নিচে ছায়া নেই
শ্যাওলা জমেছে গায়ে, চলছে পিপীলিকার মার্চ
আনত হই বিকেলের কাছে, সেও নীরবতায় ব্যস্ত।

জিরিয়ে নিলে তৃষ্ণা বাড়ে চোখের অথবা মনের,
সখটুকু মিটিয়ে নিই, খোলাচুল উড়ছে বাতাসে
এইদৃশ্য আমাকে কার্ল মার্ক্স তার প্রেমিকাকে লেখা
কবিতাগুলোর সামনে এনে দাঁড় করিয়ে দেয়।

আমি বোদ্ধা নই, শিক্ষক নই, নিমগ্ন পাঠক কেবল
চুপচাপ দাঁড়িয়ে শব্দের গভীরতা মাপি, অতলে
নামতে গিয়ে খেই হারিয়ে গোলকধাঁধায় ডুবে যাই

তেড়েফুঁড়ে উঠে দেখি গাছ বদলে অডিটোরিয়াম
আমন্ত্রণ পত্র নেই বলে ভিতরের রঙটা দেখিনি।
আবার গাছ খুঁজতে পথে নামি, কিছুদূর যেতেই
আমাকে কারা যেন কবি ডেকে বিব্রত করে দেয়।

প্রকাশকালঃ ১ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment