Tuesday 2 May 2017

আত্ম উপলব্ধি

আত্ম উপলব্ধি
—  ইমেল নাঈম

থেমে যেতেই উঠে বসলো দূর্বাঘাসের দল।
কতকথার ফাঁক গলে গঙ্গাফড়িং এর সাথেও
করে নিলাম পত্রমিতালী। প্রেরকের নামটি
শূন্য রেখে দিই, প্রযত্নে লিখেছি আকাশ।

অভিমানের সাম্পানে আজও ভেসে বেড়াই
যান্ত্রিক জলযান কেনো ডাকে পিছন পথে?
লৌকিক অনুষ্ঠানের কোথাও রাখিনি ঋণ!

কিছু শব্দ বৃষ্টি হয় কথোপকথনে, ভিজিয়ে
দেয় সাধের বীজতলা। উঠোনে শুকোই
মিহি সুঁতোর কারুকাজের নীলরঙা পাঞ্জাবি।

স্রোত ভাসিয়ে নেয়, অভয়মিত্র ঘাটের 'পরে
অচেনা নিজেকে আরেকটু ভিজিয়ে নিই জলে
তখনও পাপ পুণ্য বুঝতে শিখিনি ঠিকঠাক,
লোবান মাখি শরীরে। সুগন্ধিত চারপাশ  —
নিজেকে আড়াল করার চেষ্টায় মুছে যাচ্ছি।

মুছে যাচ্ছি, মূকাভিনয়ের কোনো দৃশ্যপটে
কবিতার ডায়রির অবহেলিত পাতার ভাজে
অদৃশ্য কালিতে লিখে রাখি পাপ, প্রত্যাশার
ভাজে কেউ এঁকে রেখেছিলো নিয়মকানুন

লুকোচুরির আড়ালে হ্যালোজেন বিকেলে
যান্ত্রিক নিয়মের ধাঁধাঁয় আমিও, মুছে যাই
কবির কবিতা হতে, শব্দরা মুছে গেছে ক্রমাগত
খোলা ডায়রি পরে থাকে একা, শূন্য, অলস

প্রকাশকালঃ ১৯ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment