Friday 12 May 2017

স্মৃতিহীনের কোলাজ

স্মৃতিহীনের কোলাজ
ইমেল নাঈম

সকাল
অনেকদিন পর দেখা। সমুদ্র সৈকতে পা দিয়ে খেলছিলাম
কাটাকুটি খেলা, আঁকছিলাম ছবি চিকচিকে বালুতে
কখন যে এলে টের পাইনি, সেই থেকে লুকিয়ে ফিরছি
যাত্রাপথে মুখ দেখাবো না ভেবেও দেখে নিয়েছিলে
সহযাত্রী হাতেগোনা সামনে এসে বাড়ালে হাত,
সেই থেকে কথায় পেরিয়ে যাচ্ছিলো তুষারমণ্ডিত সময়।

ডাক্তারের ট্রিটমেন্ট
ফিরে যাই ডাক্তারের কাছে, সাথে নিই স্মৃতিরকোলাজ
আমার আঁকা কার্টুন, তোমাকে দেয়া পোস্টকার্ড

এরপর শুরু হয় স্মৃতি ভুলিয়ে দেওয়ার আয়োজন

অর্ধ অবচেতন ঘুমে তুমি ভেসে আজও এখনো
স্পর্শগুলো জীবন খুঁজে পায়, ঘুম আর জাগরণের মাঝের
সত্যটুকু কে বৃত্তবন্দী করে গ্রাস করে ফেলেছো অবসর

স্মৃতির পুনরাগমন
হঠাৎ যান্ত্রিক গোলযোগের জন্ম হয়, মুছে যাওয়া স্মৃতিরা
উড়ে আসে আবার। অঝোর ধারায় ভিজতে থাকি, নিজের
ভিতরের কোমলতা জানায় হেমন্তের বৃষ্টির রোমাঞ্চটুকু।
ভিজতে ভিজতে আমি স্বচ্ছতা লাভ করি নিজের কাছে।

মিলন পর্ব
রাত পোহালে আসে সকাল অনন্য সকাল, সব ফেলে
দৌড়ে যাই নিজের কাছে, ডানা ঝাপটে উড়ছে রেইনবো
হাত বাড়ালেই মুঠোয় বসে, আদর খায়, আহ্লাদিত হয়

আমি চোখ বুজে সবটুকু চেটেপুটে নিই, পঞ্জিকার পাতায়
উলটে গেছে দৃশ্য, যুদ্ধের পরে বদলে গেছে পঞ্জিকাবর্ষ,
দু’জন স্মৃতিহীন মানুষ একে অপরকে ভালবেসে ফেলে।

প্রকাশকালঃ ২৯ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment