Tuesday 9 May 2017

৪৮

৪৮

এক চিলতে রোদ হেসে খেলে ওঠে মধ্য দুপুরে
ব্যস্ত অফিসপাড়া, চোখ ডুবিয়ে রাখছো তুমিও

মাঝেমাঝে উঁকিঝুঁকিতে রেখে দিই শান্তির বর্ণন
পৃথিবীর ঋণপত্রের ছেঁড়া তমসুকে লিখিত
গল্প কথার মাঝে বাস্তবের কোনো যোগসূত্র নেই

ঘড়ির কাটা দশটা ছুঁলে লেবু চা'র স্বাদ আসে
টোস্ট বিস্কুটকেকে মুখে পুড়ে ভদ্রতায় ডুব দিই
চোখ কী জানে, প্রতিটি অব্যক্ত প্রেমই ইকেবানা

তীব্র অসুখের সুখে ভেসে যায় আমার কলম
প্রেম আবিষ্কার করি চোখের অবাক স্পর্শ ফাগে
কাজের ফাঁকফোকরে জন্মানো স্পর্শনীয় মুহূর্তরা
বাগানের দৃষ্টিনন্দন স্থাপত্যকলা দৃশ্যমান হয়।

অন্যপ্রান্ত জানেনা ইশারায় অনাবাদী ফসলের
পূর্ণতা পায় সংসৃষ্টি, মন পাঠিকা কতটা সময় বাকী!

লুকোচুরি খেলার ফাঁকে উদ্বেগ গড়ে তুলে সখ্য
সময়ের সাথে আমার অংক... তোমার কাটাকুটি...
লুকোচুরি খেলায় পেরিয়ে যায় ফেরারি জীবন

অনেক হল খেলা, নেফারতিতি এবার পূর্ণতা আঁক!

No comments:

Post a Comment