Wednesday 17 May 2017

সময়ের প্রতিবিম্ব

সময়ের প্রতিবিম্ব
— ইমেল নাঈম

গ্রীষ্মের তাপদাহ, তারও আগে জন্মেছে চর
থেমে যাওয়া দেখতে আবিষ্কার হয় নদীজন্মের
হাটু পানি পেরিয়ে যায় বনভোজনের আবাদ
গল্পের কাছে ফিরতে গিয়ে লিখছি অন্যকিছু।

বৃক্ষের কাছে গচ্ছিত ঋণপত্র, মুঠোতে বন্দী পলি
রোজ সকালের সঙ্গীত গাইতে থাকা পাখিটিও
সব সাধনা ভুলে শুরু করেছে নীরবতার গান
অন্যকিছু লিখতে বসে ভুলেছি চিরচেনা ঠিকানা

নস্টালজিয়ায় ঘুরপাক খাচ্ছি, ঠিক পাশেই
অচেনা এক  সবজিওয়ালা ক্লান্তি মুছছেন 
বাঁশিতে ফুঁ দিয়ে, পাশে বসে অনুভব করলাম
তার চোখমুখ জুড়ে আত্মতৃপ্তির ছোঁয়া আর 
তার সমান্তরালে সুরটির সাথে একাত্ম হচ্ছে
নগরীর সকল দুঃখ, কষ্ট, ব্যথা, অপমান

মৃত নদীর পাশে বসে দেখছি — কীভাবে
বাঁশির সুরে ভোর হচ্ছে সময়ের প্রতিবিম্ব।

প্রকাশকালঃ ৩ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment