Saturday 6 May 2017

পৃথিবীর মানচিত্র

পৃথিবীর মানচিত্র
ইমেল নাঈম

অবাক হলেও সত্য — ইদানীং ভুলপথে নামেন ঈশ্বর
ঘড়ির কাটা ব্যস্ত নিত্যনতুন আবিষ্কারের নেশায়
ঋণগ্রস্ত পৃথিবীকে দিই বাধ্যতামূলক অবসর
অনেক বোঝা আগলে বর্তমানে সেও অথর্ব

দৃশ্যত, প্রেমের গল্পে ঘুরেফিরে একই বিজ্ঞাপন
পলাশ ঝরছে, স্মৃতিকাতর হচ্ছি, ফিরেও আসছি।
ঈশ্বর আপনি বলুন,  মুখোশের ব্যবহারবিধি।

অনেক হিসাব বাকী জেনে উদ্বিগ্ন হবেন না
এলেবেলে দাগ আছে সামান্য, বাকিটুকু নেই...
কবিতায় মানুষকে ভালবাসতে বলেন যে কবি,
সেও হয়তো ধাপ্পাবাজ এবং মামলার আসামী

নীতিবাক্য ঝাড়তে ঝাড়তে পৃথিবীও প্রবীণ
সবুজ শূন্যতায় ভরে যাচ্ছে, বটবৃক্ষ থেকে দূরে
থাকি, তার ছায়াতলে সব ছত্রাক আর পরজীবী
আমি সবুজ খুঁজতে বেরিয়ে দেখি পুড়ছে সব

হিসেব মিলেনা, অমিলকে নিয়তির খাতায় রাখি
শব্দহীন পথ চলে গেছে গোরস্থানে, কল্পনায় ভাবি
মুখ আর মুকের পার্থক্য আঁকছেন কোন ঈশ্বর?

আলোয় ঝলমলে রাস্তাঘাট, অন্ধকার নামেনা
শহরজুড়ে পালিয়ে বেড়াচ্ছেন এক কবি, সমাজ
থেকে দূরে, নিয়মকানুনের বাহিরে কবিতায়
লিখছেন নীতির কথা, তারপাশে অন্ধ পুরোহিত
শ্লোকের সুরে প্রতিদিনই নামিয়ে আনেন আযান।

প্রকাশকালঃ ২৩ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment