Wednesday 24 May 2017

গণিতের ক্লাস

গণিতের ক্লাস
ইমেল নাঈম


শূন্যতা + পূর্ণতা = অস্থির দিনলিপি, ইকুয়েশনের মাঝে
লুকায়িত কিছু প্রবাবিলিটি, অস্থিরতা বাড়ে লোডশেডিংয়ে
অংকের খাতায় লিখে রাখছে কবিতা, জমাটবদ্ধ শব্দে
প্রাপ্তিযোগ ক্রমশ শূন্য হয়ে ওঠে। ডাকাডাকি থামলে
ক্যালকুলাসের জটিল সমীকরণ একমাত্র সত্য হয়।

লিখতে না পারা অনেক কথায়, গণিত খাতাটা অন্যরকম
রোজকার বর্ণমালার যোগ অংকে ফুটে ওঠে আবেগ
অর্থহীন কিছু শব্দ শোনায় মন ভালো করা সঙ্গীত
যোগ বিয়োগের ভ্রান্ত বিলাসিতার শেষে একাই ফিরছো

পরিমিতির পরিমতবোধে নিজেকে আটকে রাখি সুশীলতায়,
বিচ্ছেদের গল্প পড়তে পড়তে ডুবছি অন্যকোনো সমীকরণে
মন খারাপের পরিমাপ জানে এক শলাকা দেশলাইকাঠি,
জ্বালানো মাত্রই খুঁজে পাই নিঃশেষিত ঘ্রাণ, সান্ত্বনাবাক্যের
শেষে আলটপকা বৃষ্টির জন্য অপেক্ষারত থাকি।

জ্যামিতির ক্লাসে তুমি বৃত্ত আঁকো, আমি সমান্তরাল রেখা।
পরিস্থিতি আঁকলো বিপ্রতীপ কোণ, আমরা দুটো ভিন্ন
কোণে বসে মিলিয়ে নিচ্ছি আমাদের গণিতের হোমটাস্ক।

প্রকাশকালঃ ১০ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment