Tuesday 23 May 2017

মিউজিক

মিউজিক
ইমেল নাঈম

থেমে যাও, জমেছে অনেক কথা। আবরণ খুলে
রাখো, প্রলোভনে মুছে যাক হিসাব নিকাশ
কতটুকু পথ মেপেছিলে মিথ্যের বসতির মাঝে
চলে যাবার আগমুহূর্তে, কিছু গল্প ফিরে আসে।

উপদেশ বাক্য জমা নেই, স্বপ্নকে হাতুড়ি পেটা
করে ব্যস্ততার পাঠ নিই, দুঃখের মলাটে বাঁধা
প্রান্তিক আবরণে আটকে ফেলি মৌন শব্দকোষে।
ভেসে আসে অনন্য সঙ্গীত, শুনিনি তার পুরোটা

অন্ধ হয়ে ফিরি – আঁকা হয় নি সম্পূর্ণ বিবর্তন
কিছু শিহরণ অচেনার বেশে ঘুরেফিরে আসে
নিজের ছায়ার পিছনে দৌড়ে লিখি আনন্দ’ পাঠ
সুর থামে, ঝড় থেমে যায়। থাকে ধ্বংসাবশেষ।

নিজেকে নিজের কাছে এত অচেনা লাগিনি আগে
নামতা পাঠেই পেরিয়ে যায় দুঃখের ধ্রুপদী সুর।

প্রকাশকালঃ ৯ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment