Tuesday 9 May 2017

সৎকার

সৎকার
ইমেল নাঈম

সৎকার করে ফিরছি, চোখের নিচে জমছে কালি
নির্ঘুম রাতে লিখছি ব্রাহ্মীলিপির সনেট
প্রেমের কবিতা লিখতে বসে খেয়াল করিনি
কত লাশ ঝরেছে নামে, বেনামে, আনাচে, কানাচে

যখন একাগ্রচিত্তে প্রেমের কবিতা লিখছিলাম
তখন আঁচল খুবলে নিয়েছিলো কারা যেন…
মদ্যপ শুয়োরেরা খেলারছলে খেলো কোমলতা

দৈনন্দিন ইস্যুর হিসাব মিটলে মিটে যায় ক্ষুধা
পোশাক বদলালেও ভিতর আজো অপরিবর্তিত
চোখধাঁধানো বিজ্ঞাপনের ভিড়ে চোখে পড়েনি
বাবা মেয়ের ট্রেনে কাটা পড়া ছবি, কোনো এক মা
মেয়েকে রক্ষা করতে গিয়ে পলাতকা সেজেছেন

ব্যাংক লুট হবার সময় প্রেমের কবিতা লিখছিলাম
সমাজের প্রতি দায়বদ্ধতা আমি প্রেমেই লিখেছি
কবিতায় শব্দকে জড়ো করে হয়েছি ফেরিওয়ালা
অনেক অপ্রিয় সত্যকে এড়িয়ে গেছি ইচ্ছে করে।

শেষ নিঃশ্বাসের সময় আমি বসেছিলাম নির্বাক...
সৎকার করে ফিরছি, সৎকার করে ফিরছি নিজের
সৎকার করে ফিরছি, সততা, ন্যায়নীতি, আদর্শের
সৎকার করে ফিরছি ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূমির।

প্রকাশকালঃ ২৬ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment