Monday 22 May 2017

সুকরিয়া

সুকরিয়া
—  ইমেল নাঈম

ভেবেছিলাম শেষ হয়ে গেছে সব খেলা
বাক্স-পেটরা গুছিয়ে চলে গেছে হ্যামিলনের বাঁশিওয়ালা

নদীর গল্প বলা মেয়েটিও আবদার করেছিলো —  
তাকে নিয়ে লিখতে হবে কবিতা। ভাবনার সাগরে 
ডুব দিই, কিছুই জানিনা আদ্যোপান্তের গল্পে। 

বানান ভুলের মাশুল দিতে গিয়ে ফিরে যাই পিছনে
বদ্ধ দরজার ওপারে কান্নার শব্দ শুনি, অসংজ্ঞায়িত
কিছু শব্দকল্পে রেখে দিয়েছিলো অভিমান বা অপমান।

হরেক রকম শব্দের ভিড়ে লিখতে বসি, চিত্রপটের
রূপরেখায় ছবি আঁকছে যে কবি সে আমি নই,
আমারই মতো দেখতে কিম্বা সন্ধ্যায় সমুদ্রে হাঁটু 
ডুবিয়ে ভায়োলিন বাজাচ্ছে যে ভিক্ষুক, তার সাথে 
কেনইবা মেলাও আমাকে, অতটা গুণ নিয়ে আসিনি। 

ইচ্ছে হয় কোনো ম্যাজিশিয়ানের প্রেমে পড়ি, 
যে ছড়ি ঘোরালেই দুঃখ রূপান্তর হয় আনন্দে, 
আর আমিও আনন্দ কিনবো সেই মেয়েটির জন্য

জানিনা এমন পিছুটানের মানে কী! তবে প্রেম নয়
কবিদের প্রেমে পড়েনা কেউ, তবুও মানুষ কবিদের
সাথে হেসে হেসে কথা বলে, কিছু আবদার রাখে

প্রকৃতপক্ষে কবিদের দেবার কিছুই থাকেনা, আমিও
এমন দাবীর জন্য সুকরিয়া জানাই সেই মেয়েটিকে
মুখে কখনোই বলিনা, কবিরা বড্ড অসহায়, অক্ষম! 

প্রকাশকালঃ ৮ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment