Thursday 11 May 2017

চিহ্ন

চিহ্ন
ইমেল নাঈম

নীল ক্যানভাসে কিছু বিমূর্ত স্মৃতি লিখে রাখি
আঁকি স্বপ্নাতুর চোখে এক চিলতে মেঘ,
বুনোহাঁস উড়ে গেছে বসন্তের শ্লোগান আওড়ে
নীল আকাশে শুভ্রতা ছড়াতে গিয়ে দেখি
প্রান্তিক চাষাবাদে দেয়াল ঘড়ির বুকে ক্ষত।

গভীরতা মাপতে বসি, দিনক্ষণ ঠিক করিনি
কষ্টিপাথরে লিখি নিজের ভাগ্য, হাতরেখাকে
বিশ্লেষণ করলে ভেসে আসে গোপন ধ্বনি
ছিঁড়ে খাচ্ছে কেউ, টের পাচ্ছিনা পতনের দৃশ্য।
সিনেমার সিক্যুয়েল ভেবে ভুল করি বারবার...

দেনার পরিমাণ শূন্য,  প্রাপ্তিও জমেনি খাতায়
স্রোত পাড়ে এলেই দুষ্টু, মাঝখানটায় উলটো
গাঙচিল জীবন গভীরতা পরিমাপ করেনি
দুর্বোধ্য জীবনের সালতামামিতে পাখির গান,
মধ্যদুপুরে শুনি মর্মর ধ্বনি, কোনো চিহ্ন নেই।

প্রকাশকালঃ ২৭ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment