Thursday 4 May 2017

ভিন্ন পথ

ভিন্ন পথ
ইমেল নাঈম

ভুল স্পর্শের পর অনুশোচনায় ভেসে যায় বিছানা
দুঃস্বপ্নের অর্গাজমে লিপিবদ্ধ বিভ্রান্তিকর স্মারকলিপি
নীলচুল  একমনে আঁকছে সমকামী রাতের কলরব
কলেজ বাস অবসরে গুঁজে রাখে একশলাকা দেশলাই।

আনন্দের বর্ণনায় রেখে দিয়েছি নগ্নতার পরিমাণ
সমুদ্র সৈকত সেও তো সাক্ষী — প্রেমের খোঁজে
পা মাড়িয়ে গেছো দূর্বাঘাস, রঙতুলির অর্কেস্ট্রায়
শব্দ লিখে রাখি — ভিন্ন রকমের স্বপ্ন বুনতে বসলে
বুঝতে পারি প্রতিটি চুমুর মানেই উষ্ণতার আস্বাদ।

বখাটে স্পর্শ মুছলে ঘুমের আড়মোড়া ভাঙতেই বলি
ঘুমচ্ছিলাম! ডাকলে কেন? সময় হয়নি তাকানোর
এরপর সকালটা অচেনা, আয়নায় মুখ দেখে বুঝতে
পারি বিচ্ছেদের নামতা পাঠ করছে সমপ্রেমে।

ভুল বোঝাবুঝিরর অবসানে ব্যর্থ দুটো কফি কাপ
দুজনের মাঝে গড়ে ওঠে অচেনা দেয়াল, ভাঙতে
গিয়ে আটকে যায় প্রেমিক হাতুড়ি, চিত্র প্রদর্শনীতে
দ্রুত বদলে গেলো পরিচিত নীলচুল ভিন্ন কোনো রঙে
আমিও পেরিয়ে যাই মিলনায়তন অলক্ষ্যে, ভিন্নপথে।

প্রকাশকালঃ ২১ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment