Monday 11 July 2016

যান্ত্রিক পৃথিবীর এলিজি

যান্ত্রিক পৃথিবীর এলিজি
- ইমেল নাঈম

কে রেখেছে কার খবর - এমন প্রশ্নবাণে আহত
পাখিটিও শীতকালের অপেক্ষায় থাকে নিরুত্তর।
ভুল আয়োজনে ব্যস্ত পৃথিবীর দায় নেই কোনো

আগেই পাঠ করেছি দায়মুক্তির করুণ কবিতা
অক্ষর বৃত্ত মেনে চারের নামতায় পর্বের বিন্যাস
চোখ কান খোলা রেখে পথ চলতেই দেখি
পায়ে হেঁটে নেমে আসছে এক গভীর অন্ধকার।

বাতি নিভে গেলে তেমন কেউ আমাকে চেনে না
আমিও চিনিতে পারি নি নতুন করে কাউকে
আসলে ক্ষত শরীরে ব্যান্ডেজ, সূক্ষ্মতর ব্যথার
নিপুণ বিজ্ঞাপনে অচেনা প্রলোভন মুখ তুলে দেখে

জন্মান্তরে বিশ্বাস নেই, তাই স্বপ্নের পরিধিজুড়ে
তোমার নামে কোনো চিত্রপট আঁকা নেই, যেটুকু
অংকিত প্রলাপ তার পুরোটাই হারিয়ে গেছে

শরতের মেঘের ভাজে কুক্ষিগত বৃষ্টির চাহনি
পরিবেশ বদলায় অকারণ সৃষ্টি আর ধ্বংসের
ইশারায়। পৃথিবীও বদলেছে ঐকতানের সংকটে।

কেউ দায় রাখে না কারও, আহতদের জন্য হয়না
স্নিগ্ধ পরশ, আগুন শুধু চিনেছে ধ্বংস করতে,
প্রেমিকের জন্য রাখে নি একটু পরিমাণের আঁচ।

যান্ত্রিক পৃথিবীতে এখনো ব্যস্ত এক জাদুকর
নিক্বণের ছন্দে সারাদিন ধ্বংসের মাতম তুলছেন।

No comments:

Post a Comment