Saturday 9 July 2016

প্রতিবিম্ব

প্রতিবিম্ব
- ইমেল নাঈম

মানবিক রাষ্ট্র বলে কিছু হয় না, বইয়ের পাতায় লিপিবদ্ধ
সীমারেখাগুলো চুরি হয়ে গেছে আধিপত্য বিস্তার প্রকল্পে
তৃতীয় বিশ্বে কোনো ঈশ্বর নেই, আর প্রথম বিশ্ব নিজেই
ঈশ্বর সেজে টুঁটি চেপে ধরেছেন অসহায় মানুষের উপর।

সাদা কালো বিভেদের টাটকা বাণিজ্যে মার খায় একদল,
রাষ্ট্র ভক্ষক সেজে ক্রমাগত আঘাত করছে তাদের উপর।
অসহায় শ্লোগানে মুখরিত জীবন পাঠের ভরসা খোঁজে
একদল কালো মানুষ, যাদের বাঁচার ইচ্ছে মিলিয়ে যাচ্ছে
দূর থেকে দূরান্তে। কালো বলেই কালোরাত নেমে আসে

পৃথিবীজুড়ে দরজায় করাঘাত শুরু হয় একের পর এক,
নিরপরাধ মানুষেরা শুধু রঙ চেনে বলেই মৃত্যুপথযাত্রী
কেজি দরে মানবাধিকার বিক্রেতারা সবাই বসে আছেন
তৃতীয় বিশ্বের দিকে চোখ মেলে, সেখানের টিআরপি'র
উড্ডীন গ্রাফের ভাজে ভাজে বোকাবাক্সে মুখদর্শন ফ্রি,

কালো দেহের ভিতরেও প্রবহমান লোহিত রক্ত কণিকা
অণুচক্রিকা ঠিকই জমাট বাঁধায় শরীরের কালোর ক্ষত
গুলির বিনিময়ে রাস্তায় পতিত নিথর দেহটি আমার ভাই
মানবতা তুমি ডলার চিনেছো, আঘাত হেনেছো দুর্বলের
ঘাড়েভুত সেজে নিজের বিজ্ঞাপন দিতে, নিয়ম কানুনের
ফাঁক গলে আয়নায় নিজের চেহারা দেখো না কতদিন?

বিম্বে তোমাকে দেখে চমকে উঠতে পারে অনেক প্রাণ...

No comments:

Post a Comment