Sunday 3 July 2016

হিজরত

হিজরত
ইমেল নাঈম

চারপাশটাকে খুব অচেনা লাগে, নিজের সাথে লড়তে
থাকা সর্বহারা যোদ্ধার শেষ রক্তকণাও খসে যায়
মুখ খুলে তাকাতে ভয়, অস্বীকার করতে হয় সত্য
জানলে হারিয়ে যায় আমাদের আনন্দ আয়োজন
এখানে থেমে থেমে বৃষ্টি নামে, দিন বদলায় অকারণে।

সরাইখানাকে র‍্যাড দিলে ভাল খাবারের সন্ধান মেলে
অপ্রতুল চোখ, ক্ষুধার্ত পেটে দু আনা দানা জুটলেই
ভুলে যেতে পারি অতীতের শীতনিদ্রার দুঃস্বপ্ন'র গল্প
সেই সাথে জুটে যেতে পারে, আগামী দিনের ঘুম
রুমালে ঘাম ছাড়াতে গেলে আরো বেশি ঘামিয়ে উঠি।

ভ্যাপসা গরমে দমবদ্ধ করা নিশ্বাসে প্রতিদিন লুকাই
নিজের ব্যর্থতা, তবুও স্বীকার করি না, মেনে নিতে
শিখিনি অন্ধের মতো প্রলাপগুলোকে। ব্যতিক্রমী গল্প
সাজাতে গিয়ে নিজেই হয়ে উঠি গল্পকার, শেষ লাইন
লিখে নিজেকে আবিষ্কার করি নতুন এক গল্পের সামনে

সর্বহারা যোদ্ধা নিজের সবকিছু বিলিয়ে দিয়ে জিতে
আমি শুধু এক প্রান্ত হতে অন্য প্রান্তে অতিক্রম করি
এই হিজরতে কোনো যুদ্ধ জয়ের ইতিহাস লেখা নেই
শুধু নিজেকে পালিয়ে যাবার চিত্রনাট্য লিপিবদ্ধ আছে।

No comments:

Post a Comment