Tuesday 26 July 2016

রবিউল করিম ও তাঁর ফুল

রবিউল করিম ও তাঁর ফুল  
- ইমেল নাঈম

ফুল ফোটার আগেই মরে গেলো স্রষ্টা
তার শরীর জুড়ে ঝরে পড়া রক্তস্রোত

ধর্মের বাড়াবাড়ি আর চাপিয়ে দেয়ার
প্যারামিটার নেই, নেই ন্যায় অন্যায়ের
মাপকাঠি, আছে ইচ্ছেমত ভুল প্রয়োগ
আমি কখনো ঈশ্বরের চোখ দেখি নি,
জানি না এসবে চোখ তুলে কী তাকান!

জ্বলছে পৃথিবী আগ্নেয়াস্ত্র'র ব্যবহারে
ওনার নির্লিপ্ত দৃষ্টি ভাবায় অবস্থান
মৃত শরীর জানে না মরছে কেনো
হন্তারক জানেনা আঙুলের ইশারা কার!

অঘটনের পর, শুনি ওনার গুণকীর্তন
উনি সামনে নেই, পিছনেও নেই
সাথে বা আড়ালেও নেই, ধৈর্য পরীক্ষায়
ওনাকেই মনোযোগী ছাত্র মনে হয়।

ধর্মের শরীর জুড়ে ফিনকি দিয়ে ওঠা
রক্ত, দেখে যেতে পারলো না ফুল
বাগানজুড়ে হাহাকার, জানলো না
পিতা নামক স্রষ্টার শ্রেষ্ঠত্ব অমরগাঁথা।

No comments:

Post a Comment