Monday 18 July 2016

স্মারক বিকেল

স্মারক বিকেল
- ইমেল নাঈম

বিষণ্ণতায় পাল্লা দিয়ে ফিরে আসে প্রেম বা দ্রাহ
দেহের উত্তাপে আঁকা চুম্বন ধুয়ে গেছে বৃষ্টির দিনে
নায়কের সংলাপ আঁকছিলো যে তরুণী তার নাম
মনে রাখে নি কেউ, উপভোগ করে গেছে সময়।

বৃষ্টিদিন মনে রাখে এক কাপ গরম কফি, চোখের
দিকে তাকিয়ে থাকা খুনসুটি, দৃষ্টিকে আঁকার
কলম জন্মায় নি, এরচেয়ে ভালো শুধু উপভোগ
প্রেমিক জানতে চায় শরীরের সবটা, মন পড়েছে
তারও অনেক আগে। চোখে কৌতূহল প্রেমিকার ...

সন্ধ্যা ঘনালে বৃষ্টি থামে, থেমে যায় বিটোফেন
ঘর্মাক্ত শরীর চায় শীতলতা, হাসি ঝরে প্রেমিকার
প্রেমিকও উঠে দাঁড়ায়, তাদের এই ল্যান্ডস্কেপে
প্রেম ছাড়া অন্য কোনো চিত্রায়ন নেই, তেল রঙে
অনেক ছবি আঁকলো দুজনে, কেউ জানলো না...

রাত বাড়লেই বাড়ি ফিরে যান কবিতার নায়িকা,
নায়ক দেখেন বিশাল পূর্ণিমারচাঁদ, প্রাপ্তির খাতায়
অংক নেই, ভুল সঠিক ভাববার অবকাশ নেই
যাবার পথে চাঁদ দেখে, আজ ঈর্ষা নেই তার উপর
মুঠোফোনে লিখে রাখে প্রাপ্তি অথবা বিসর্জন

প্রেমিকার মুঠোফোনে ঠিকই খবর পৌঁছে যায়
বুকের মাঝে কোলো ছোট্ট তিলের মাহাত্ম্যকথা।

No comments:

Post a Comment