Wednesday 20 July 2016

ক্রিশ্চিয়ান রসি

ক্রিশ্চিয়ান রসি
- ইমেল নাঈম

বাণিজ্যিক মোড়কে সবটুকু ভেবেছিলে ভুল সময়ে
শান্তিপ্রিয় শব্দের আড়ালে ঢুকে গেছে ভুল পোকা
অন্ধের দৃষ্টিতে দিনের আলো যেমন অন্ধকারমাখা
ঠিক তেমনভাবেই অন্ধকারাবৃত আমাদের চারপাশ

অন্যের দিকে আঙুল তুলতে গিয়ে দেখি নি মেপে
নিজের শরীরের গুপ্তস্থান কতোটা অনাবৃত, যেদিন
সবকিছু প্রকাশ্যে এলো, নড়েচড়ে বসলো সবাই
ভিতরে চলেছিলো রক্তের হলি উৎসব, নির্দয়তার
ছলাকলায় ক্ষতবিক্ষত হচ্ছিলো মানবিক সম্পর্ক।

বিজ্ঞান দিয়েছে সামনে আগানোর অজস্র উপাদান
কেড়ে নিয়েছে কতটুকু সেই হিসাব রাখেনি কেউ
সৃষ্টির সেরা জীব মানতেই দানবের আঘাতে ক্ষয়ে
যায় শরীর, তোমার শরীর জুড়ে ফিনকি ওঠা রক্ত
নোংরা উল্লাসের শব্দ কী শুনেছিলো তোমার কান!

পরিবার পরিজনের কাছে কালোরাত নিয়ে এলো
মোমবাতি জ্বালিয়ে স্মরণ সভা, আমাদের ভিতরে
ঝরছে গোপন রক্তক্ষরণ, কাঁদছে বাংলাদেশ!

পারিনি অনেক কিছু, গোপনে ক্ষতবিক্ষত করছে
প্রলেতারিয়াত ঝড়। ঈশ্বর খুব অসহায়, নিজের
অসহায়ত্ব কী দিয়ে ঢাকছেন, থেমে নেই ধর্মবণিক।

No comments:

Post a Comment