Monday 25 July 2016

কালো সঙ্গীতের শেষপ্রান্তে

কালো সঙ্গীতের শেষপ্রান্তে
- ইমেল নাঈম

একটা খুনসুটি বিকেল খুন হয়ে যায় অবেলায়
পারিবারিক বন্ধন চেনা কোকিলটিও চলে যায় দূরে
পাশাপাশি অথচ দূরত্ব, মুখোমুখি কিন্তু নীরব
ভাবিয়ে যায় শার্টের বুক পকেটের অজানা শিহরণ

জামার আস্তিনে হাতে হাত রাখার সময় পালায়
নিজের ভিতরে জন্ম নেয় অচেনা সত্ত্বা, রেখে দিই
ক্ষোভ প্রকাশের সব অনুনাদ, ঐকতানে বাজছে
কালো সঙ্গীত, ঘর পালানো যুবক ফেরে না ঘরে...

দূরত্ব তৈরি হয় ভূগোল মানা মানুষদের, বিভেদের
সীমারেখা টানতে কলকাঠি নাড়ছে অদৃশ্য অবয়ব
বিভাজন সৃষ্টিতে খুব গোপনে চাল চালছে কেউ
ধর্মের কোলাজে শ্রেষ্ঠত্বে শুরু, ক্রমাগত রাত নামে।

খবরের পাতায় অনেক শিরোনাম এড়িয়ে যাই
রাজনীতি বিমুখ প্রজন্ম অতি সামান্যতেই বশীভূত
সরলীকরণের মারপ্যাঁচ, ধর্ম না জানার ফাঁরাক
এসবের মাঝে পৃথিবীর বিষণ্ণ রাত কাটতে থাকে।

অমাজুড়ে আমি ঈশ্বর খুঁজি আর খুঁজি অপরাধী...

No comments:

Post a Comment