Friday 29 July 2016

পলাতকা-কে

পলাতকা-কে
ইমেল নাঈম

১।

দীর্ঘ পরিভ্রমণে ক্লান্তি লিখে রেখেছিলো কপাল
থেমে যাওয়ার মন্ত্রপাঠ, সুড়সুড়ি দিয়ে ওঠা
পুরোনো অভ্যাস। নাম ভুলে গেছি যে রমণীর
আজকাল প্রায় রাস্তার মোড়ে দেখা মেলে তার।
সৌজন্য সাক্ষাৎ শেষে পিছনে ফিরে দেখি না
পাঠ পরিক্রমায় পালানোর মন্ত্র নেই,
অথচ নিজেকে খুব পলাতক মনে হয়।

২।

একবার পিছনে তাকিয়ে দেখি। পথ ভুলেছি,
পরিবেশও বদলেছে অনেক। শরীরের অতিরিক্ত
চর্বি আবেদন কমায় নি, শুধু তাল হারিয়ে ফেলা
কোনো র‍্যাম্প মডেলের মতো উদ্দেশহীন
পথে ছুটে চলেছো চোখের সামনে থেকে।

৩।

মাঝেমাঝে তোমাকে খুব অসুখী মনে হয়।
জ্যোতিষ নই, তাও হাত ধরার ইচ্ছে...
ছুঁয়ে দেখার প্রবল ইচ্ছেটা ফিকে হয় শুধু
কোমলতা ভুলে কতটা রুক্ষ হয়েছে
সেই হিসাবটুকু ক্যালকুলেটরেই করি ইদানীং।

৪।

সাহস করে দাবী করে ফেললাম এক দুপুরের
সঙ্গ, কোনো অভিজাত রেস্তরায় কাঁটাচামচের
টুংটাং... সেদিনই শেষ দেখা আমাদের
অফিসের ঠিকানাটা ঠিকই টুকে নিয়েছিলাম
ভিতরে ঢোকার সাহসটুকু দুঃসাহস হয়ে গেলো।

৫।

ইচ্ছে করে চিঠি লিখি নির্জন রাত এলে
বুঝতে পারি গভীর রাত বলে কিছু হয় না
অখণ্ড অবসর স্মৃতির পাঠ শেখায় আমায়।

প্রকাশ: ১৪ শ্রাবণ ১৪২৩।

No comments:

Post a Comment