Friday 15 July 2016

অবিন্তা কবির

অবিন্তা কবির
- ইমেল নাঈম

মৃত্যুই ডেকে নিয়ে এলো ধ্বংস উপত্যকায়
ইদের আনন্দ মিশে গেছে রক্তের প্লাবনে
কেই বা লিখেছিলো কালো কপাল লিখন
ভেসেছিলো গুলশান, ক্ষতবিক্ষত রক্তস্রোতে

বন্ধুতার আহ্বান আর ইদ পূর্ব সাক্ষাত
ডেকে নিয়ে গেলো শেষ নিঃস্বাসের খুব কাছে
জানা ছিলো না অমোঘ পরিণতি, ভেবেছিলো
আড্ডায় কেটে যাবে ইফতারের আয়োজন

জানতো না কিশোর পেরুনো মেয়ে, মানুষের
মতো অবিকল অজস্র দুপেয়ে পশুর বাস
বন্ধুর মুখের দিকে তাকিয়ে ছিলো হতবাক
দৃষ্টিজুড়ে নেমে এসেছিলো আশ্চর্য প্রদীপ
মানুষ কিভাবে হয় অতোটা অমানবিক, ধর্মের
নামে ধ্বংস করতে পারে জীবন্ত একটি প্রাণ!

চাপাতির আঘাতে জর্জরিত হবার সময় কী
মায়ের কথাই ভাবছিলো! মায়ের চোখে দেখা
বাংলাদেশকে মেনে নিতে শিখেছিলো জর্জরিত
দেহ.... অবাক হচ্ছিলো না, পালটে যাওয়া
পৃথিবীর রূপরেখায়, ক্রুসেড খেলায় খেলতে
থাকা মানুষেরা ইসলামকেই চড়ালো শূলে!

এলিজি লিখে এসবের দুঃখ মোচন হয় না
আমরা অবাক হই না, ক্রুশবিদ্ধ ইসলামকে
দেখে, অবাক হই পর্দার পিছনের মানুষগুলো
আজও নাক ডেকে চলেছেন অবলীলায়

ঘুমন্ত অবিন্তা, ঘৃণা করছেন বাংলাদেশকে...

No comments:

Post a Comment