Tuesday 12 July 2016

বিভ্রমের আলাপন

বিভ্রমের আলাপন
- ইমেল নাঈম


আলিঙ্গনের হিসেবে মৌন থাকা যায় না। উড়ে যাওয়া পাখির মতো সেও নীড়ে ফিরে একদিন। সবকিছু মিথ্যে বলে হাওয়ায় ভাসানো ঠিক নয়। ছিঁড়ে ফেলা বইয়ের মলাটে ভুল নামের কবিতা পাঠও অচেনা হয়ে যায় দৈনন্দিন অভ্যাসে। মেঘের দল, বিচ্ছেদ মালা, পেঁজা তুলোর মতো শুভ্রতা ছড়িয়ে পালিয়ে যায়, পথিক রাস্তায় নামা মাত্রই বুঝতে পারে সে মূলত একা।

মলিন, নির্ভেজাল সময়ের হাতেখড়ি, ছিঁড়ে যাওয়া নাটাই ঘুড়ির সম্পর্কে উড্ডয়মান মেঘ আর বিষাদ তার সমান্তরালে খাঁখাঁ করা জ্যৈষ্ঠের পিচ ঢালা পথ, হাপিত্যেশে হাঁসফাঁস করা মুহূর্ত বিস্বাদ - এতো ঋণ মেখে এপথে সূর্য ডুবে যায়, যাবার পথে রাস্তার বাঁকে টঙ দোকানে লেবু চা গিলতে গিলতে পুড়ে যাওয়া এক দেশলাই শলাকা। এরবাইরে কোনো প্রতিধ্বনি নেই।

রাত বাড়লে একটা কোমল হাত আমার কপাল ছুঁয়ে থাকে। মমতা পেলে দু'চোখে আনন্দ অশ্রু গড়িয়ে যায়। গভীরতার পরিমাণ আরো বাড়লে একটা রুক্ষ হাত আমার কাঁধ ছুঁয়ে থাকে। আঙুলের কড়ে বিষাদ গোণা মানুষ এতোটা অনুভব করতে পারে না। সে প্রেম আর ক্রোধের তফাৎ আলাদা করতে করতে বুঝতে পারে, কোনোদিন কারো আঙুল তার কপাল বা কাঁধ ছুঁয়ে যায় নি।

বিভ্রমের পর আরো অনেকগুলো বিভ্রমে, তার স্বপ্ন নৌকা ভেসে চলে শীতকালীন অবকাশে।

No comments:

Post a Comment