Thursday 28 July 2016

হিরোশি তানাকা

হিরোশি তানাকা
- ইমেল নাঈম

থেমে যায় আর্তনাদের চেনাজানা উপকরণ
বিভ্রান্তি নামে কলমের নিবে,  মৃত্যু আঁকতে
খুবই অপ্রস্তুত নয় মধ্যবিত্ত কবি ও কবিতা

রক্তের প্রপাতে ভেসে গেলো চতুর্দশপদী
কবির কাজ নয় ঘৃণাকে আঁকা, তবু আঁকি...

স্বভাষী অথচ স্বীকার করি না, এক ভূগোল
চেনা মানুষ, একই স্বরাঘাত, তবুও হাঁটি
বিপরীত পথ ধরে। মুখোশ দেখে অভ্যস্ত
আলাদা করতে পারি নি, দুর্বৃত্তের চেহারা।

রাজনৈতিক বক্তা ঘুমোয় গৎবাঁধা বক্তব্যে
খেয়াল করেনি কখন যে বাসা বেঁধেছে
অসুখ, বাড়তে বাড়তে আজ মহামারি
ঘুম ভেঙে দেখেন তির্যক হাসি অসুরের
অসহায় ষোলোকোটি মুখ প্রলাপ বকছে।

মৃত্যুর পর এলিজি ছাড়া সঙ্গীত নেই
পাখি হওয়া প্রাণ পুনরায় ফিরে আসে না,
শোকপ্রকাশ মানেই ব্যর্থতার আস্ফালন
নিরীহ প্রাণ জানে আজ সে কতো অসহায়

সভ্যতা আটকে যায় মানুষের করাঘাতে
চাকা বন্ধ হয়, দালানকোঠা ভাসে রক্তে,
অস্থায়ী চুনকাম ভেঙে বেরোয়নি কুশ্রীরূপ
ঈশ্বরের গল্প চাপা পরে ঈশপের কাছে

হিরোশি তানাকা এইসব গল্প ব্যতিরেকে
নতুন গল্প নিয়ে ফিরে গেছেন; ঈশ্বরকে
শোনাচ্ছেন পাখি প্রাণের প্রায়শ্চিত্ত

No comments:

Post a Comment