Monday 18 July 2016

অনামা স্বপ্ন

অনামা স্বপ্ন
- ইমেল নাঈম

মুহূর্তরা জেগে ওঠে মুহূর্তের মতো
ক্লান্তি ঝড়া ঈশ্বর জানে মানুষ কতো অসহায়,
প্রলেপ ঢাকতে বয়ে যায় আমাদের আয়োজন
অর্থহীন ডাকাডাকি আর শ্বেত মার্বেল প্রলেপের
ভিড়ে অসাড় সমাজের কিছু অবিরাম হাতছানি।

পালটে যাবার নিয়মে শুধু প্রহসন লিপিবদ্ধ
স্পষ্ট কোনো ইঙ্গিত নেই, তবুও দীর্ঘ প্রতীক্ষায়
নানা মতের হাতছানি। হাহাকারটুকু ভাঙলে
বেরিয়ে আসে জীর্ণশীর্ণ এক অষ্টাদশী দুঃখ
প্রাচীন পলেস্তারা তাই খসে পড়ে না আর...

আগের জীবনে বহুৎ রূপকথার গল্প শুনেছি
কল্পনার নিরিখে বিচার করতে গিয়ে হারিয়েছি
কক্ষপথ, আনন্দের জয়গান করতে বসে হোঁচট
খেয়ে ফিরেছি পিছনের দিকে, বিনিময়ে কিছুই
বদলায় নি, শূন্য'র সামনে দাঁড়িয়ে শূন্য হাত।

সকাল পেরিয়ে আলো করে আসে অন্য সকাল,
পরিচিত মুহূর্তরা দ্রুত লয়ে বড়ো হয়, মেনে নিই
রঙবেরঙের আয়োজন, নীরবতার মাঝে বেঁচে
থাকে অসহায়ত্ব, এর মাঝেই পেরোয় বসন্ত...
ফাঁকাবুলিতে, কিছু অনামা স্বপ্ন মিথ্যের মতো।

No comments:

Post a Comment