Wednesday 6 July 2016

ক্রুসেড

ক্রুসেড
-ইমেল নাঈম

ঝোলাবাটি খুললে ঘর ঘর খেলার দৃশ্য মনে পড়ে যায়
নকল স্বামী স্ত্রী খেলায় প্রতিবেশীও মিলেছে খুব
রোজকার দিনের পুতুলের সংসার নিয়ে পেরুচ্ছে
যেই শিশু মন তার চোখ দুটোকে ঢেকে দাও ভুল স্বপ্নে

কিশোর মনের গতি প্রকৃতি বোঝার আগেই বিশাল
বইপত্রের বোঝায় হারিয়ে খুঁজে কমিকস বুকের পশরা
তার কিছুদিন পরের গল্পটা অন্যরকম হতেও পারে...
পাঠ্যবই'র ফাঁকে তিন গোয়েন্দা সিরিজের আসে না
বেনটেন দেখতে দেখতে বোকা বাক্স স্তব্ধ করে চোখ।

এরপরের গল্পটা আরো সামান্য গল্পের পরেই জন্মায়
একটা একুইস্টিক বা উকেলেলে নিয়ে বন্ধু সমাজে
ভাব দেখানোর ছলে মূল শিক্ষা থেকে দূরে সরে ক্রমশ
হুমায়ুন আহমেদের রম্য রচনা চোখকে আরও বধির
করে তোলে, নিয়ে যায় বাস্তব থেকে দূর থেকে বহুদূর

এরবাইরে চোখ খুলে দেখে নি সেই মুখ। আধুনিকতার
খোলসে অন্তর্জালে নীল চ্যানেলের ঠিকানা মুখস্থ করে
কলার উঁচিয়ে হাঁটে মধ্যরাতে পাঁচতারা হোটেলে
প্রেমিকা নিয়ে নাচতে নাচতে কয়েক পেগ জল পেটে
চালান করে দিলে জাগতিক ঈশ্বর নেমে আসেন ধরায়।

বাবা মা জানে না এইসব গল্প, তারা খবরও নেয় না খুব
খবর মিলে যায়, ক্রুসেড ক্রুসেড খেলার নামে ধর্মের
নামে তৃতীয় পক্ষের প্ররোচনায় মানব হত্যার নেশায়।

No comments:

Post a Comment