Sunday 17 July 2016

জীবন মন্থন

জীবন মন্থন
- ইমেল নাঈম 

​আমাদের থেমে যেতে হয়, বস্তুত এ ছাড়া অন্যকোনো
উপায় লেখা থাকে না ডায়রির পাতায়, আমার
চেনাজানা অনেকেই ফিরে আসে নি আর এখানে -
আক্ষেপের ধুলো ঝাড়তে ঝাড়তে আবিষ্কার করি
এই ফেরা আর না ফেরায় কিছু উত্তাপ থাকে লুকিয়ে।

কিশোরের প্রেমগুলো ফ্যান্টাসি হারিয়েছে শীতাতপ
নিয়ন্ত্রিত আলো আধারির চুমুর উষ্ণ আলিঙ্গনে,
সেই প্রেমকেও পিছুটানে বাঁধতে না চাইলেও আটকে 
যাই পরিচিত পথের বাঁকে, বারবার মূল সড়ক পেরিয়ে
ভুল করে ঢুকে পড়ি অচেনা কোনো চোরাবালি পথে

প্রাপ্ত বয়স্ক মনে চাঁদের আলো, অঝোর বৃষ্টি প্রভাবিত
করে না। চাঁদের আলোয় ভিজিয়ে দিয়ে যায় না 
তাদের বিছানা, পড়ার টেবিল আর এলোমেলো খাট...
বৃষ্টি হলে পালিয়ে যায় শত্তুর পেরোনো বৃদ্ধের মতো
লম্বা ছাতি মাথায় হিসেবে করে মাইগ্রেনের পেইন

সাহস হারিয়ে ফেলে তারা আবিষ্কার করতে পারে না
অতীত প্রেমের সাতকাহন, একটা শতক সন্ধির গল্প।

No comments:

Post a Comment