Tuesday 12 July 2016

জাহাজে একদিন

জাহাজে একদিন 
- ইমেল নাঈম

থেমে যেতে হয় পরিচিত বন্দর ছেড়ে
গভীরতা বারলে বেয়াড়া আলবাট্রস জানিয়ে যায়
পথের শুরুতে অজস্র রোমান্টিসিজম লুকিয়ে
ঝড় ঝাপটা এখন আর গ্রাস করে না, অদূরে
সিল মাছ ধরার ট্রলারটিও ভাসছে অজানা পথে

পাটাতনের উপরে এক কিশোর কবি একুইস্টিক
হাতে গায়ক হয়ে গেলেন আজ, পাশের গায়কটি
হয়ে গেলেন কবি। সদ্য বিবাহিত একজুটি
মুহূর্তেই অবিবাহিত প্রেমিক প্রেমিকার মতো
প্রেম করা শুরু করলো এক কোণায় বসে,

ডলফিন দেখবে বলে এক কিশোর গালে হাত
দিয়ে সারাদিন বসে ছিলো ঠিক ওইখানটায়,
জলের দিকে তাকিয়ে ছিলো নিরলস,
বিকালবেলায় এক বৃদ্ধ দাদুও আমাদের সাথে
যোগ দিলেন, আমরা ক্রমাগত গেয়ে চলেছি...

সন্ধ্যার পর চাঁদ পূর্ণতা পেলে, কারা যেনো দিয়ে
গেলো বিদেশী মদ, আমরা গান থামিয়ে খেতে
গেলে চিৎকার করে ওঠে এক প্রৌঢ় মহিলা,
বলছেন এখন মদ্যপানের সময় নয়, সৃষ্টিতে দাও
মনোযোগ। মাঝে তাকিয়ে দেখি গায়ক বন্ধুটি
লিখে ফেলেছে অনেক গান। আর আমিও
বেসুরে গলায় গেয়ে নিয়েছি অনেক কবিতা...

কেউ জানলো না, জাহাজটি কত দ্রুত একজন
কবিকে সঙ্গীত আর গায়ক কে কবিতা শেখালো
আর বাকিরা ঘুমিয়ে যাবে, খানিক বাদে,
আমরাও ঘুমিয়ে পড়বো, গান আর কবিতা মুগ্ধ
করে যাবে সৃষ্টির নেশাতে আগামী সকাল পর্যন্ত।

No comments:

Post a Comment