Tuesday 5 July 2016

শার্লক হোমস

শার্লক হোমস
- ইমেল নাঈম

থেমে গেলে ঝনঝন, ষোলো কোটি চোখ জেগে ওঠে
অস্বচ্ছ কাচের ভিতর প্রকাশিত দৃশ্যপটকে
মনগড়া কাঁটা ছেঁড়া শেষে সর্দি ঝাড়েন প্রত্যেকে,
গলার কণ্ঠস্বরের রুক্ষতা জানান দেয় শ্লেষ।
সবাই কাঁধে নেয় রহস্য নির্মূলের দায়ভার।

ব্যক্তিগত বিশ্লেষণের পরে আসামি নিয়ে হৈ চৈ
নিরপরাধ আর দোষী নিয়ে কাটাকুটি খেলায়
ফাঁক গলে বেরিয়ে যায় অমোঘ সম্পর্ক, হায়না
আর বাঘ নির্ণয়ের সূত্র আবিষ্কারের পূর্বেই
পৌঁছে যায় আরো কিছু দুঃস্বপ্নের ইতিউতি কথা

কর্মহীন চোখের গল্পে অকাজ করেই চলেছি
কাদা ছুঁড়াছুঁড়ির শেষে প্রান্তিক গল্পের সমাপ্তি
টানতে গিয়ে বুঝতে পারি ভুলে যাবার মন্ত্রণা।
অক্ষরবৃত্ত আঁকতে বসে ফিরে যাই ভালবাসায়।

দমবদ্ধ পরিবেশে পুনর্জন্ম' স্বাদ মিলে যায়
প্রেমের কবিতা লিখেই মৃত্যু হয় গোয়েন্দাগিরি।

No comments:

Post a Comment