Saturday 23 July 2016

অদৃশ্য পিকাসো

অদৃশ্য পিকাসো
- ইমেল নাঈম

সময়ের আলাপনে গভীর রাতের অবসাদ
কিছু প্রলোভন দরজায় কড়া নাড়ে, প্রকাশিত
অনুভব রেখেছিলো প্রান্তিক বুক, ফানুশ রাত
উড়ে উচ্ছল নদীর বুকে সাক্ষী মিতালী পেতে

বুকে সাম্পান ভাসায় চিরচেনা নদী কিম্বা নারী
প্রেম খুঁজতে গিয়ে আসি নি ফিরে পিছনের পথে
চোখ বুজলে বুঝতে পারি ঘন মোহাচ্ছন্ন রাত,
পলাশের বুনো ঘ্রাণে সকাল নামে শরীরজুড়ে।

প্রেম নিয়ে আদিখ্যেতা স্পর্শ খুঁজে পেতে চায়
পাশে আসার বিনিময়ে জুটেছে অসংখ্য মুহূর্ত
শরতের আকাশে আশঙ্কা ওড়াই রঙিন খামে,

প্রেম তো চোখের মায়া...কবিতারা উড্ডীন বলাকা
তুমি ইচ্ছের তুলিতে বুকজুড়ে আঁকছো পিকাসো...

No comments:

Post a Comment