Monday 25 July 2016

মার্কো তান্ডট

মার্কো তন্ডাট
- ইমেল নাঈম

ফেলে আসা সময়ের আর্তনাদ, অনুনাদ ভাঙা প্রহর।
নুহের নৌকা বড্ড অসহায়, মৃত্যু লিখে দেয় অক্ষমতা
পাহাড় সম ঢেউ, কেউ দেখে না উচ্চতা, মিথ্যের
অংকগুণে ভোর আসে, সেইসাথে কাঁপুনি দিয়ে জ্বর

ছিঁচকাঁদুনী সময়ের প্রতিবিম্বে ঘড়ির কাটা উলটো
পথে হাঁটতে হাঁটতে খুঁজে পায় নরকের ত্রিসীমা
মৃত্যু অমোঘ, তরিকা অনাকাঙ্ক্ষিত, কালো তালিকা
ভাঙলে গভীর এক চোরাবালি, স্বার্থপর বিশ্ব নগ্নতার
প্রদর্শনীতে বুঝিয়ে দিচ্ছে স্বার্থপরতার মাপকাঠি।

ছিঁড়ে ফেলো আবেগ, এতোসব এলিজি তার সবটা
মিথ্যে, বিশ্বাস করো না বাণিজ্যর পথ রুদ্ধ হোক
বারবার আঘাতের পর আঘাতে ক্ষতবিক্ষত শরীর
আর আঘাত করো না ধর্ম ব্যবসায়ী, তোমার অন্ধ
বানিজ্যের জন্য প্রাণ হারালো পোশাক ব্যবসায়ী।

নিথর মার্কো তন্ডাট ফিরে গেছেন ইটালিতে, রেখে
গেছেন অজস্র অবজ্ঞা, কতটা সইবে লাল সবুজ
কতটুকু হিস্যা বাকি ঈশ্বরের, ব্যবসায়ীদের জন্য
প্রতি কণা রক্ত সাক্ষ্য দিচ্ছে দীর্ঘ বৃষ্টিতে লিখা
কবিতাগুলো ক্রমাগত নষ্টদের দখলে চলে গেলো।

No comments:

Post a Comment