Friday 8 July 2016

পাখির চোখে

পাখির চোখে
- ইমেল নাঈম

শঙ্খ ধ্বনি বাজলে প্রজাপতি ওড়ে আমার বাগান থেকে
প্রতিধ্বনি গুলো অযাচিত ফিরে আসে নিজের কানে
বিশ্বাসের নূপুর পায়ে যে মেয়েটি অবিরাম নেচে চলেছে
তাকেও অবচেতন মননশীলতায় ঘৃণা করতে শিখেছি
স্মৃতি পাতার দৃশ্যপটেরা ঝাপসা হতে হতে হারিয়ে গেছে।

শৈশবের স্মৃতি বিস্মৃতির আলাপনে অনেক রূপকথার
সাক্ষাত মিলে যায় রাত বিরেতে। অমাবস্যা তিথির
কল্যাণে শীলা পাথরে হায়রাটিক লিপিতে কবিতা পাঠ
হয় অন্ধকারের, কবি প্রেমিকার জয়গান করতে বসে
বুঝে নেন প্রেম বলে মিথলোজিগুলো মিথ্যে বানোয়াট...

দৈনিক পাললিক সভ্যতা আঁকার নিমিত্তে যে সকল
কল্পনাপ্রসূত অনুমানকে সম্ভাব্যতার নিরিখে সাজাই
সেগুলো মধ্যরাতে ঈশ্বরের দিব্যি জানিয়ে আহত করে
আমিও বোকার মতো অনুমানকে তাড়া করি অকারণ।
খুব নিশিতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের বুকে এলিয়ে দিই

শুনেছি এমন ঘুম এলেই তোমার সাথে সাক্ষাত মিলে
অবশিষ্ট সময়টুকু বাকহীন সভ্যতা আঁকতে আঁকতে
ফুরিয়ে যেতে দেখি অচল দেয়াল ঘড়ির আনন্দ উৎসব।

No comments:

Post a Comment