Friday 22 July 2016

হিদেসি হাসিমতো

হিদেসি হাসিমতো
- ইমেল নাঈম

আতঙ্কিত সময়ের এস্রাজে আজ দানবের আঙুল...
অকৃত্রিম বন্ধু, আপনি এসেছিলেন খুব খারাপ সময়ে
আনন্দমুখর জাতি বুঝতে পারেনি তার শরীরজুড়ে
ছড়াচ্ছে নীরব মহামারি, ক্রমশ গিলে খাচ্ছে সবটুকু।

কাজ শেষে সামান্য বিরতি, নাশতা পানির ফাঁকগলে
ঢুকে পড়েছে অচেনা দৃশ্যপট, মুহুর্মুহু বারুদের শব্দে
আতঙ্কিত হবার আগেই অনবরত গুলির শব্দপাঠে
নিস্তেজ হয়ে পড়েলেন আপনি ও আপনার সহবন্ধুরা

হয়তো সেই কথোপকথনে উঠে আসছিলো আগামী
কর্ম পরিকল্পনা, নির্মাণশিল্পের নতুন খুঁটিনাটি বিষয় !
সব উলটে দিলো ধর্মের নামে অধর্ম, মানবিকতার
বিপরীতে দাঁড়ানো কিছু অন্ধ মানুষ। গুলির বৃষ্টিতে
ঝাঁঝরা হওয়া শরীরে কি ভাবছিলে পরিবারের কথা?

এই পৃথিবীতে ঈশ্বরের মতো অসহায় আর কেউ নেই
তার দিকে আঙুল তুললে কাপুরুষের সব হত্যাযজ্ঞ
জায়েজ। একদল লোক কিছু অল্প বিদ্যায় এগোয়
মৃত্যুর দিকে, স্বর্গ ভেবে নরকের দরজায় কড়া ফেলে

মানবিক মানুষেরা খুব অসহায়, আলোর অন্বেষণের
ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলছে প্রিয় মুখগুলোকে
আপনার মতো বন্ধুকে হারিয়ে ক্রমাগত অসহায় হয়ে
পড়ছি আমরা, মানবিক বিশ্বকে এর আগে এতো
গভীর অমাবস্যাতে ডুবতে দেখে নি কেউ কখনো...

হিদেসি হাসিমতো, আপনি ভালো থাকুন,
আমরা আলোর সন্ধ্যানে এগুচ্ছি সামনের দিকে...

No comments:

Post a Comment