Tuesday 19 July 2016

সিমোনা মন্টি

সিমোনা মন্টি
- ইমেল নাঈম

স্বপ্ন সাজাচ্ছিলেন আপন পৃথিবীতে, ছোটো ছোটো পোশাক
আর জুতো জোড়া কিনে রেখেছিলেন নিজের কাছে, দেশে
প্ল্যান ছিলো ফিরে যাবারও, পুরোটা দখল করেছিলো মিকেল
প্রতিদিন আনমনে আলাপনে কতো কথাই হোতো তার সাথে।
ভাবতেন কেমন হবে লিটিল এঞ্জেল, হাসি আর আনন্দে
মাতিয়ে রাখবে আপনার চারপাশ। কেউ জানতো না অন্ধকার!

অন্য দশ দিনের মতোই সাধারণ, কালোমেঘ এসে ঢেকে দেয়
কারা যেনো ভারী যন্ত্রপাতি নিয়ে ঢুকে পরে ভিতরে, এরপর
থাকে ধর্মের নামে ঈশ্বরের নৈকট্য লাভের বিপরীত আয়োজন
রুক্ষতার সামনে দাঁড়িয়ে ক্রুদ্ধস্বরে খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত
করে তোলে দেহ। মৃত্যুকে নিশ্চিত করার পর উল্লাসে মাতে।

শুনতে কি পেয়েছিলেন ধর্ম পরিবর্তনের ডাক, বায়বীয় বইয়ে
সস্তা জনপ্রিয়তার ধান্ধা বেরিয়েছে সামাজিকতার আড়ালে।
শরীর কতটুকু হয়েছে ক্ষতবিক্ষত তার পরিমাণ কেউ জানেনা
হয়তো মনেমনে ঈশ্বরের কাছে খুঁজেছিলেন প্রাণভিক্ষা।
কিম্বা মুখ দিয়ে টু শব্দ বেরোয় নি অপরিচিত বাংলাদেশ দেখে,
থমকে গেছেন বারবার নিজের চোখকে অবিশ্বাসী লাগছিলো।

আমরাও থমকে গেছি, মুষড়ে গেছি, মাথা নত করেছি, হয়েছি
অপমানিত, আপনাদের কাছে, আপনার কাছে, দশের কাছে
শুধু ঈশ্বরের এজেন্টরা আপন মনে খেলে যাচ্ছে যুদ্ধ খেলা
ক্রুসেডের আবরণে তারা ধ্বংস করছে স্বভূমি, সাধারণ মানুষ
ঘড়ি ধরে সময় দেখছে কতটা সময় লাগে অস্ত্রের দাগ মুছতে।

No comments:

Post a Comment